১
কৃষি জমির ভূমি উন্নয়ন কর বা খাজনার হার:
বাংলাদেশে বর্তমানে প্রচলিত ভূমি উন্নয়ন কর বা খাজনার হার:
(যোগসূত্র স্মারক নং ভূঃ মঃ/শা-৩/কর/১০০/৯২-১০৬(১০০০) তারিখ ১৬/২/১৪০২ বাংলা মোতাবেক ৩০/৫/১৯৯৫ ইং তারিখে পাশকৃত সংশোধনী অনুযায়ী):
কৃষি জমির ক্ষেত্রে:
২৫ বিঘা পর্যন্ত ভূমি উন্নয়ন কর (খাজনা) মওকুফ করে দিয়েছে ৷
২৫ বিঘার অধিক হতে ১০ একর পর্যন্ত জমির জন্য প্রতি শতাংশ জমির জন্য ৫০ পয়সা করে ৷
১০ একরের উধ্বে হলে প্রতি শতাংশ জমির জন্য ১ টাকা হারে খাজনা দিতে হবে ৷
। ভূমি উন্নয়ন কর আদায়।
২। সরকারী খাস ভূমির হেফাজতকরন।
৩। ভূমিহীনদের কৃষি খাস জমি বন্দোবস্ত।
৪। নামজারীর প্রস্তাব দেয়া।
৫। অফিসে হালনাগাদ ভূমি রেকর্ড সংরক্ষন করা।
৬। প্রযোজ্য ক্ষেত্রে হাট বাজার হতে খাস আদায় করা।
৭। সরকারি জলমহাল গুলি রক্ষনাবেক্ষন করা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS